ইসরায়েলের প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে  বিক্ষোভ

ইসরায়েলের প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে  বিক্ষোভ

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে শনিবার (২০ মার্চ) জোরালো বিক্ষোভ হয়েছে। এই বিক্ষোভে অংশ নেয় প্রায় ২০ হাজার মানুষ।

আগামী ২৩ মার্চ চতুর্থ সাধারণ নির্বাচনের দিন কয়েক আগে এই বিক্ষোভ শুরু হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে স্লোগান দেন বিক্ষোভকারীরা। অনেকেই ইসরায়েলের পতাকা হাতে নিয়ে বিক্ষোভে অংশ নিয়েছিলেন।

এদিকে, নির্বাচনে নেতানিয়াহুর দল সর্বোচ্চ আসনে জয় পেতে যাচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা করেছেন। বিভিন্ন জরিপে সে ধরনের ইঙ্গিত পাওয়া গেছে। বেঞ্জামিন নেতানিয়াহুর সমর্থকরা মনে করছেন, ‘সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সহযোগিতায় আরব বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ইসরায়েলের ভালো সম্পর্ক তৈরি হয়েছে। এসব কারণে ইসরায়েলের বাসিন্দারা নেতানিয়াহুর দলকে বিপুল ভোটে বিজয়ী করবে। ’

তবে বিভিন্ন অনৈতিক কার্যক্রম ছাড়াও ঘুষ নেওয়া, প্রতারণা ও দুর্নীতির অভিযোগ রয়েছে নেতানিয়াহুর বিরুদ্ধে। এছাড়াও করোনাভাইরাস মহামারি মোকাবিলায় ব্যর্থতার অভিযোগ করেছে বিরোধীদলগুলো।